প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিনজন বহিষ্কার

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ তিনজনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ জারি করেন। বুধবার (২১ জানুয়ারি) তিনি এই বহিষ্কারাদেশ জারি করেন।
বহিষ্কৃত নেতারা হলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তারা প্রত্যেকেই বিএনপির দলীয় মনোয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার কার্যালয় ও দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মোহাম্মদ আলীকে বহিষ্কার করা হয়। এর আগে আয়নাঘর তৈরিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মেজর জেনারেল জিয়াউল আহসানের সাথে ব্যবসায়িক ও আর্থিক সম্পর্ক থাকায় কর্ণেল (অব:) মো. আসাদুল ইসলাম আজাদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনিও বিদ্রোহী প্রার্থী হিসেবে টাঙ্গাইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির। মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকায় সাবেক মন্ত্রী ও চারবারের সাবেক এমপি লুৎফর রহমান খান আজাদকে বহিষ্কার করা হয়।
অপরদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে দেশ বড়। এই বিষয়টি সবসময় গুরুত্ব দিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে সংগঠন নিয়মতান্ত্রিক পদক্ষেপ নিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com